সব ফাগুনে রঙ ধরে না,
বাসন্তী সুর ঘোর পোশাকি।
উল্টো হাওয়ায় উড়ছে নাজুক
মন জানালায় দূর জোনাকি।

সকাল থেকেই আকাশ ফেরে
আগুনপলাশ আলোর কাছে ।
ইচ্ছে মেঘের মন তবু নেই,  
মানুষ যাবে কোন আনাচে?


বাগানবিলাস, গন্ধরাজে—
ইতস্তত স্বপ্ন পোকা,
ডানার ভাঁজে অনিচ্ছা খুব
ইস্কাবনের চিহ্ন আঁকা।

সব ফাগুনে মন ভরে না,
ফ্যাকাশে দিন, রাত্রি নামে
চাঁদের ফলায়, নির্বাসিত—
বন্দী কথা— হলুদ খামে।


কোন ফাগুনে রঙের খেয়াল
ক্যানভাসে জলপরীর নাচে
ভরদুপুরে স্বপ্ন মেদুর,
নীপফুলে কার সঙ্গ আছে ?
  
আঁজল ভরা রোদের পারদ
চৌমাথা মোড় সবুজ ছুঁলে
ধানের ক্ষেতে সূর্য বিতান
সাতসকালেই দুয়ার খোলে ?


কোন ফাগুনে এক দীঘি জল
জলের গায়ে আনন্দ ঢেউ
দোলায় অচিন মন কুঠুরি
ভোলায় সমস্ত সুর কি কেউ?


চুলের খোঁপায় মন হারালো,  
পথ হারালো আঁচলে তাই,
পথের ধারে কি মৌসুমে
বসন্ত ভিড় এক লহমায় ?