তবু জানি, এ পৃথিবী বাসযোগ্য হবে সুদূর একদিন।
থিকথিকে জমাট যে অন্ধকার —
হিংসার গল্প আজ ছড়িয়েছে শিরা-ধমনীতে, মৃত্যুকে ডেকে
নিয়ে ঘরের চৌকাঠ লালে লাল করেছে দখল —
তার চেয়ে বড় কিছু রয়েছে যে মানুষের প্রাণের ভিতর
সেই আলো একদিন নক্ষত্রের মতো করে
দেখাবেই মননের পথ। শপথের ধ্বনিমালা, নিরর্থ লেফট্ রাইট্,
ব্যারেলের মুখগুলো চুপ হয়ে যাবে।
কসাইয়ের হাত হবে নীপফুল —
ধারালো অস্ত্রের ফলা বিকোবে না মোড়ের বাজারে।