জীবনে অনেক কষ্ট অনেক যন্ত্রণা শোয়েছ তুমি তা তোমার কবিতা পড়ে বুঝতে পারি,
তোমার লিখায় বিরহের কষ্ট, প্রিয় মানুষটিকে কাছে পাবার আকুতি আমিও অনুভব করি
চোখের জল গড়িয়ে পড়ে যখন কথা গুলো আমার মনের সাথে হুবহু মিলে যায়,
তখন মনে হয়, যে বিরহ যন্ত্রণা তুমি ভোগ করেছ তার সবই তো দিয়েছ আমায়!
.
কিন্তু কেন? কোন প্রতিহিংসার কারণে বিরহের আগুনে তপ্ত করেছ আমার হৃদয়?
তাতে কি তোমার কষ্ট কোন অংশে কম হয়েছে? মিটেছে পোড়ার জ্বলা?
কারো বিরহে তুমি ধরেছো কলম আর সেই কলমের নিঃসৃত লাভা দিয়ে
ভালবাসার তাপে দগ্ধ করে লাভার মতই গলিয়ে নিঃশেষ করেছ আমায়।
.
নিজের সব কষ্ট আমাকে দিয়েও নেভাতে পারোনি তোমার হৃদয়ের আগুন,
সেই বিরহের আগুনে জালিয়ে পুড়িয়ে ছাই করেছ আরো একটি কোমল মন।
দিয়েছিলে মিলনের কতো না প্রতিশ্রুতি! দেখিয়েছিলে কত স্বপ্ন নয়ন ভরে!
বিশ্বাস করেছিলাম তোমার সব কথা, রেখেছিলাম যতনে সুধু তোমায় হৃদয় জুড়ে।
.
বিশ্বাস ঘাতকতাই তোমার সততা! সেটাই কি ছিল তোমার গভীর ভালবাসায়?
নাকি তা ছিল সুধুই একজন কবির লেখা মিথ্যে গল্প, ছলনা আর অভিনয়?
ভেঙ্গে চুড়ে ধূলোয় মিটিয়েছ তিলে তিলে গড়ে তোলা আমার লক্ষ কোটি স্বপ্ন!
তবু অপেক্ষার জ্বলছে প্রদীপ আজও, মনের গহীনে সুধু তোমায় দেখার কল্প।


© কপিরাইট সংরক্ষিত ®