তুমি দেখে নিও বন্ধু, ভালোবাসা তোমাকে দেশে ফিরিয়ে আনবে
বন্ধুর প্রতি ভালোবাসা নয়, প্রেমিকার প্রতি ভালোবাসা নয়,
জীবন সঙ্গিনীর প্রতি ভালোবাসা নয়, সংসারের প্রতি ভালোবাসা নয়,
সন্তানের প্রতি ভালোবাসা নয়, আর না জন্মদাতা পিতার প্রতি ভালোবাসা।


দেশে ফিরিয়ে আনবে তোমায় কবিতার প্রতি ভালোবাসা! হ্যাঁ বন্ধু
তোমার কাব্য সন্তান একদিন তোমাকে নিজের দেশে ফিরিয়ে আনবে,
তুমি দেখে নিও বন্ধু, তোমার রক্তে মাংসে গড়া সন্তান যা করতে পারেনি
তোমার নিগূঢ় ভালোবাসা আর আবেগের সন্তানেরা তা করে দেখাবে।


সুদূর প্রবাসে থেকেও তোমার কাব্য সন্তানদের জন্ম দিয়েছো তোমারই জন্মভূমিতে
প্রবাসী পিতার মুখটি দেখার জন্য তোমার হাতের একটু স্পর্শ পাবার জন্য,
তোমার কাব্য সন্তানেরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে তোমার
অপার ভালোবাসা আর পরম যত্নে আমি তাদের বুকে ধরে রাখবো।


তুমি এসে নিজ হাতে ছুঁয়ে স্বার্থক করে দিবে তাদের জন্ম
ফিরে আসবেই তুমি একদিন তোমারই নিজ জন্মভূমিতে,
তুমি দেখে নিও বন্ধু, কাব্য প্রেম তোমাকে দেশে ফিরিয়ে আনবে
তোমার কাব্য সন্তানেরা একদিন তোমাকে নিজের দেশে ফিরিয়ে আনবে।


© কপিরাইট সংরক্ষিত ®


Note: আমার অত্যান্ত প্রিয় প্রবাসী কবি বন্ধু জনাব তানভীর কালাম মোহাম্মাদ আজীমি সাহেবের দ্বিতীয় একক কাব্য সন্তান "ঝরা পাতার গল্প" অমর একুশে বই মেলা ২০১৭ তে প্রকাশিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়ে উৎসর্গ আমার এই সামান্য প্রয়াস। কবির প্রথম একক কাব্যগ্রন্ধের নাম "নবম প্রহর" যা অমর একুশে বই মেলা ২০১৬ তে প্রকাশিত হয়েছিল।