সবাই নিজের প্রিয় মানুষের সাথে আজ ঘুরাঘুরি করে বৈশাখ পালন করলো,
আমিও কম কি? আমিও দিনভর আজ প্রিয়তমের সাথে কাটিয়ে দিলাম,
তারপরও যেন মন ভরে না, তাকে দেখাই যেন শেষ হয়না আমার!
তাঁর চোখ, তাঁর ঠোঁট, তাঁর কপাল, তাঁর গাল, তাঁর নাক, তাঁর কান,
তাঁর গলা, তাঁর বুক, তাঁর হাত, তাঁর পা, তাঁর চুল, তাঁর শরীরের প্রতিটা লোম,
তাঁর দৃষ্টি, তাঁর কণ্ঠ... উফফ এত কিছু দেখার জন্য কি এক জন্ম যথেষ্ট?
আর এক দিনেই বা কি হয়? কিছুই তো মন ভরে দেখতে শুনতে পারলাম না!
নড়াচড়া করলোনা তাতে কি? তাঁর প্রতিটা অঙ্গ তো গভীর ভাবে দেখলাম!
নড়লে তো দেখতে দিতো না, কিন্তু তাঁকে দেখলেই চোখের জল গড়িয়ে পড়ে কেন?
ছবি তো নড়ে না কথা বলে না, তবু অহরহ তাঁর কণ্ঠস্বর শুনতে পাই কি করে?
কি বললো কিছুই বুঝলাম না, শুধু শুনলাম তাঁর কণ্ঠস্বর আর দেখলাম তাঁর ছবি!
ব্যাস আর কি চাই? তাঁর বার্তা পেয়েছিলাম! তাই নববর্ষের প্রথম দিনটা শুভ-ই হলো।


--- শুভ নববর্ষ!!!
© কপিরাইট সংরক্ষিত ®