এক ক্লান্ত দুপুরে অবসরে বসে ছিল সে, দুজনেই নিশ্চুপ!
খাতা-কলম নিয়ে তার হাতে দিয়ে বললাম "একটা কবিতা লিখ"।
অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, "আমি তো কবিতা লিখতে জানিনা!"
কি আর করার? কিছু না বলেই আমি উঠে চলে আসলাম,
রং-তুলি নিয়ে তার কোলের উপর রেখে বললাম
"তাহলে একটা ছবি আঁকো, একটা সুন্দর প্রকৃতি বানাও।"
আমার হাত টা ধরে খুব কাছে পাশে বসিয়ে মুচকি হেসে
আদর করে বলল "এটাও তো আমি পারি না সোনা।
তোমার কি খুব বোরিং লাগছে? কোথাও ঘুরতে যাবে?
চল কোথাও ঘুরে আসি? আজ দুজনায় হারিয়ে যাই অজানায়?"
বললাম- "না থাক, ইচ্ছে করছে না।" কিভাবে বলি  কি চাই আমার?
ওসব ঘুরা ঘুরি আমার ভালো লাগে না, খুব বেশি কিছু চাওয়ার নাই আমার,
আমি চাই একান্ত নিরবে খুব কাছা কাছি দুজনে কিছুটা ভালো সময় কাটাবার
যেখানে শুধু তুমি আর আমি মনের গভীরে মিশে হয়ে যাবো একাকার...


© কপিরাইট সংরক্ষিত ®