সবার থেকে দামি কর্মজীবি নারী আমি কর্মজীবি নারী,
দায়িত্বের ভারে হয়ে উঠেছে আজ নিঃশ্বাস আমার ভারী।
কর্মের ভারে ব্যাস্ত জীবনে একটু সময় হয়না নিজের জন্য,
ঘরে-বাহিরের সকল কাজ-ই যেন আমার বলে গণ্য।


খুব ভোরে ঘুম থেকে উঠেই কর্মক্ষেত্রে যাবার ব্যাস্ততা,
দিনশেষে কর্মক্ষেত্র ত্যাগ করে বাড়ি ফিরার ব্যাস্ততা।
হয়না কখনো একটু সময় কোন দিকে তাকানোর,
চায়ের কাপে চুমুক দিয়ে বন্ধুদের সাথে কিছু সময় কাটানোর।


হয়না সময় মুক্ত বাতাসে বসে দু'টাকার বাদাম খাওয়ার,
আর এটুকুও হয়না সময় আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়ার।
কর্মক্ষেত্র ত্যাগ করতে হয় মাথায় নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চিন্তা,
কারণ বাড়িতে অপেক্ষা করছে আমার জন্য কত কাজ আর কত দুঃশ্চিন্তা।


সবার যত্ন নিতে হবে আমায় নিজে মরি আর বাঁচি,
ক্লান্ত শরীরেও রাঁধতে হবে রোজ ভাত, তরকারি আর ভাজি।
কত সুন্দর জীবন আমার আজ প্রতিষ্ঠিত হয়েছি আমি!
নিজেকে হারিয়ে হয়েছি শুধুই কর্মজীবি নারী আমি কর্মজীবি নারী!!


© কপিরাইট সংরক্ষিত ®