ভালবাসার এত আবেদন,এত নিবেদন তুমি শুনলে না,
হৃদয়ে জমা উঞ্চ ভালবাসাটুকু তুমি দেখলে না,
এত কাছে থেকেও আমাকে আমার মত করে চিনলে না,
আসলেই ভালবাসা কি তুমি তা চেন না,


আমার ভালবাসা তুমি বারংবার করেছ প্রত্যাখ্যান,
ভালবাসার নাকি তুমি ঘোর বিরোধী,
অথচ,নিজেই জান না তোমার হৃদয়ে বইছে শুকের তুফান,


সময় করে দেখে নিও তা,
ভূল করে হলেও,ফিরে দেখ স্মৃতির পাতায়,
ভেবে দেখ সে হারানো দিনের কথা,
কতোইনা সুখের আবেগ ছড়ানো সে দিনগুলো,
বিষন্ন মনে ভাবী!সে অনুভুতিগুলো,
হারানো সময়,হারানো কাল,ফিরে কি আর পাব তা,
স্মৃতির পাতায় রবে অমর,প্রিয়তমা বনলতা।


ভূলি বন্ধু তুরে,ভূলবনা,,,,,,,,,,,,,,,,,রাসেল।