স্বপ্নকুমারী, তুমি স্বপ্ন হয়েই এস,
স্বপ্নরাজ্য হোক তোমার আগ্রাসন,
স্বপ্নে ভালবেসে যাব তোমায়,
প্রতিরাত, প্রতিদিন, প্রতিমুহূর্ত, প্রতিহ্মন।


তোমার জন্য স্বপ্নচুড়ায়  করব আরোহন,
মিথ্য এ পৃথিবী, এখানে রেখনা তোমার চরন,
স্বপ্নে কুড়ি পাওয়া তুমি,
স্বপ্নেই করব বরন,
মিছে ভূবনে রেখনা ও চরন,
এখানে বাস্তবতা মানে কঠিন কষ্টের রুপ,
কেড়ে নেবে ওরা তোমার জমায়েত সুখ,
শোকে আপ্লুত কত শত হৃদয় এখানে রোজ মরে,
ফিরে যাও স্বপ্নকুমারী, স্বপ্নের ঘরে,
এখানে মানবতা নেই,সবেই পাষান,
জ্বলে পুড়ে ছাই সব হৃদয়ই  শ্বশান,
মানবতার হয় রোজ এখানে বলি,
অশ্রুত সব হৃদয়ের অলি-গলি,
ভালবাসার বুকে ওরা প্রতিনিয়ত  দিচ্ছে চিতা,
সহ্য হবে না তোমার তা,
ফিরে যাও তোমার স্বপ্নচুড়ায়,
আমি স্বপ্নেই ভালবেসে যাব তোমায়।।।


এতগুলো লাইনেও যে না বুঝেন বাস্তবতা কঠিন তাদের জন্য
আফসোস ছারা কিছুই  দেবার নেই।