চাবুকের পর চাবুক,
কিংবা বুলেটে ঝাঝরা বুক,
অতঃপর নিশ্চুপ কোন লাশ পরে থাকে নিষ্প্রান,
আর আমি!


আমিতো মরছি প্রতিনিয়ত,প্রতিদিন,প্রতিহ্মন,
একটা প্রানের আর কত হবে মরন,
দুঃখ আর হদতাশায়,
তবু ফিরে আসি তোমাকে পাবার আশায়,
আর তুমি বুঝনি,
হৃদয়ের ভাষা তুমি শোননি।


যতবারই করেছ নিরাশ,
প্রানে করেছি শক্তির সঞ্চয়,হইনি উদাস,
বারেবার তবু এসেছি ফিরে,
মায়াভরা এ গোমতীর তীরে,
আজও বসে আছি বুকভরা আশায়,
কোনএকদিন করে নেবে বরন ভালবাসায়।