ধৈর্যের বাধ ভেংগে যখন অসহায়,
চারিদিক অন্ধকার, নেই উপায়,
চতুর ছেলেটাও তখন হয়ে যায় নির্বোধ,
যখন মনের ঘরে জন্মায় ক্রোধ।


ভীষন অসহায়ত্ব,আর বুকভরা যন্ত্রনায়,
শুন্যে ভাসে মানুষ,আর একাকীত্বতায় কাদায়,
স্মৃতিরা যখন  চোখে ভাসে,
উজ্জল ছবি হয়ে,
কেউবা কাদে কেউবা হাসে,
অবাক ভাবি,তবুও সবাই স্মৃতিরেই ভালবাসে।


কেন না! তারে যায়না ভোলা,
যদি কেহ হয় আত্নভোলা,
সেও স্মতিরে কভূ নাহি ভূলে,
যেমন শিশু মায়ের কুলে,
শোভা পায়,
আজ যা করছো, হোক ভাল বা মন্দ,
কালই তা স্মৃতি হয়ে যায়,
স্মৃতিতেই থেকে যায়,
স্মৃতিরে না ভোলা যায়।


মনমত হয়নি। পারলে কেউ এডিটিং করে প্রকাশ করেন।