একটা কবিতা হয়ে যাক,
বসে যাক আজ কবিতার আসর,
বর্নের পিঠে বর্ন বসুক,
হয়ে যাক আজ শব্দের বাসর,
হবে কি সময় বন্ধুদের,
হবে কি একটা কবিতার আসর।


কিছু স্বপ্ন♠ আনমনা,কিছু কথা এলোমেলো,
বর্নমালায় সাজবে আজ,অপ্রকাশিত ইচ্ছেগুলো,
সবি যে আজ পাবে নতুন প্রান,
কবিতার ফাকে হলে হোক দুএকটা গান,
যদি ভাললাগে বন্ধু তোদের, আমার সাথে দিস টান,
আজ গাইব সুখের গান।


আজ ভূলে যাব সব স্মৃতি জ্বালাময়,
আমি কবি হতে আবার লিখব নাহয়,
নাহয় হব ভবঘুরে,কোন এক যাযাবর,
হবে কি সময় বন্ধু,হবে কি কবিতার আসর,
ইচ্ছে চড়াব আজ স্বপ্নের বুকে,হবে চাওয়া পাওয়ার বাসর,
ও বন্ধু হবে কি কবিতার আসর।


         অবাস্তব,তবে সত্য, স্বপ্নে লিখা কবিতা।