বাগানটা পরে আছে খালি,ফুটেনা আর শিউলি বকুল,
মরে কাঠ রক্তজবার চারা,দেবে না আর ফুল,
মালিটাও চলে গেছে,একরাশ শোক বুকে লয়ে,
কেন এসেছিলে বন্ধু! খনিকের অতিথি হয়ে।


তোমার শোকে নিশ্চল শহর,নিশ্চুপ!নেই কোলাহল,
কোথায় হারাল আজ পাখিদের দল,
যাদের গানে নামত সন্ধ্যা,হত প্রভাতের আগমন,
আর আমি!! আজও পথ চেয়ে সারাহ্মন।
কখন তুমি আসবে,আবার কখন তুমি হাসবে,
কখন আবার আমায় ভালবাসবে।


আমি দিশেহারা, ঘুরিলাম ভূবন,পেলামনা সুখ একবিন্দু,
তুমি কবির প্রেরনা, কবিতার উপমা,
ফিরে এসো হে বন্ধু,
তুমি ফিরে এসো ওগো বন্ধু।