উঠিল অরুণ,
তোরা কে,কে যাবি আজ আয়রে তরুন,
আয়রে অভীক বটমূলে,
বলে দে আজ একইস্বরে সুরতুলে।


আজি ভারী করে দেরে পবন,
তোদের আজ দেখুক ভূবন,
বলে দে হুশিয়ার,
মোরা শোষন সইবনা আর।


সুরে আজ জমা বলাহক,
বুলেটের বৃষ্টি সে আসলে আসুক,
ঝেরে নে বুকের সর্বশুচি,
জানিয়ে দে তোদের অভিরুচি,
ছেরে সবে আজ শান্তির সদন,
ছিরে ফেল সকল মায়ার বাধন।
আয়রে রচি নয়া দ্বন্দ্ব,
সকল অত্যাচার করি বন্ধ।


বাধার দেয়াল ভাংবে আজ জনতার লহরী,
জনতা এ হ্মিতির প্রহরী,
আমরা সকল তিমির করব দুর,
তুলরে সবে একই সুর,
আমরা ঐক্যবদ্ধ জনতা বাংলার,
ফেলে দে আজ সব হাতিয়ার,
আরে ও সৈরাচার,হুশিয়ার, হুশিয়ার।