আর কোন নিয়ম মানব না,
বাধব না নিজেকে কোন নিয়মের বেড়াজালে,
নিন্দুকেরে দেবনা করতে নিন্দা,
চুপসে বসে পর্দার আড়ালে,
এবার ভাংব নিয়ম, আবার নতুন করে গড়ব,
নীতির নাম মুখে নেবনা,দুর্নিতীকে নীতি বলব।


কতোই তো হচ্ছে অনিয়ম রোজ,রোজ,
কে নেয় আজ কার খোজ,
নিয়ম মেনে চলাই দেখি নিয়মের সীমালংঘন,
অবাক হয়ে দেখি যান্ত্রিক মানুষগুলোর আচরন,
নিজেই ভাংগে নিয়ম,আবার দেয় নিয়মের দোহাই,
বলি, ভাই তোদের নিয়মের বিধান কোথায়।


রোজ,রোজ হচ্ছে খন্ডিত সংবিধান,
তবে তোরা মানবি আজ কিসের বিধান,
শুন,পিঠ বাচানোই হোক সবার প্রধান বিধান,
যার যার চিন্তা তার সংবিধান।