ঐ চেয়ে দেখ,
নীলের কোণে মেঘ ছুয়েছে,
মেঘের কোণে মেঘ,
বাড়ছে হাওয়ার বেগ।


একটু পরেই নামবে বারিষ,
ভিজবি যদি জলদি আসিস,
জলের উপর আসবে জল,
মাঠ ভিজিয়ে করবে তল,
সবুজের দল নাচবে দুলে,
যেমন শিশু মায়ের কোলে।


যে প্রান্তর ছিল দুখে চৌচির,
সেও যে আজ দেখাবে শীর,
ভেজবে মানব,ভেজবে প্রাচীর,
জলের বুকে জল পরিয়া,
ভূবন  জলান্তর,
নাচে দেখ সবুজের প্রান্তর।