স্বপ্ন সে যে রঙ্গীন,সবার বেলাতেই,
আর বাস্তব কঠিন,পাষান,তার রং সাদাকাল,
বাস্তবতার ছোয়ায় স্বপ্ন ভাংগে,হারিয়ে যায় স্বপ্নগুলো,
হয়তো কখনো নিশ্চুপ হয়ে যায়,নিরুপায় ইচ্ছেগুলো।


সে যে স্বপ্নের চোখে মেখে ধুলো,
ছিনিয়ে নেয় মনের জমা সব আবেগগুলো,
তোরা কেন ঘুমিয়ে থাকিস,কেন স্বপ্ন বাধিস,
মুছে নে তুদের ভূল,সবার চোখ যে আজও তন্দ্রালু।


সবার মনেই আছে এক অদ্ভুত শিখা,
আজি জ্বালিয়ে দেখনা তারে,
নতুন করে চিন তোর চারপাশটা, চিন ভূবনটারে,
দেখনা পরখ করে বাস্ববটারে।


সে যতটা কঠিন,তারচে সহজতর,
স্বপ্নগুলো সব করে দে পর,
আবেগ পরে থাক আবেগের স্থানে,
নতুনত্বের ছোয়া লাগুক সবার মনে।


দেখ স্রষ্টার সৃষ্টি কত সুন্দর,
মুছে দে মনের পাপ সব অসুন্দর।