আজ দুঃখে ভরা মন,
অজানা বেদনায় আপ্লুত সে সারাহ্মন,
আজ প্রাণভরে কাঁদতে চাই,
দুঃখটারে আমি চিনতে চাই।


   চাই দুঃখের পরিচয়,
   কে জানে সে কেমন হয়?
   কেউ বলে নীল,
   কেউবা রংগে রংগে করে বর্ণীল।


কেউ বা বলে হলুদ,
রঙ্গীন মানুষগুলোর রংগের বিবাদে আমি হলেম নির্বোধ,
দুঃখ চাপা সব হৃদয়ই, অথচ কেহ তার রং চেনে না,
দুঃখের সংঙ্গাটা কেহ জানে না।
  
      দুঃখের সাথে জমল আরেক নতুন দুঃখ,
      তাই তাকে আর চিনতে চাইব না,