তুমি সুখের রাজকন্যা,
আর আমি কষ্টের প্রজাপতি,
এ হৃদয়ে গাঁথা কতো শতো কষ্ট,
তার কিছুটা উপলব্ধি করতে যদি,
তবে বুঝতে কতোটা কষ্টে আছি,
জানতে তুমি ছাড়া কতটা শুন্য আমি।


আমি আকাশের দুঃখ বয়ে বেড়ানো মেঘেরডাক,
তুমি জলরংগে আকা মেঘের ছবি,
এ হৃদয়ের সঞ্চিত সুখ ছিল যা,
তোমাকেই সপিলাম সবি,
সে হতেই শুরু শুন্যতা,
সব কষ্টকর স্মৃতিরে ভূলে চাইব এবার পুর্নতা।


আমায় কিছু স্বপ্ন দাও,আর কিছু রংতুলি,
মনের দেয়ালে  আকব আজ জীবনের গোধূলি,
জীবনের সূর্যটা যাক না এবার অস্ত,
বাঁকে-বাঁকে এ ধরণীতলে ভালবাসা অপদস্ত,
তাইতো চাঁইনা আর ভালবাসতে,
নিষ্ঠুর এই পৃথিবীতে একা হয়ে আর বাঁচতে।