চলেই যদি যাবে দুরে,তবে যাও,
বাঁধা দেব না,তবে কথা দিয়ে যাও,
কভূ আর ফিরে আসবে না,,,,,,,,,
ভালবাসবে না।


জোছনাভরা কোন রাতে,
যখন আমার হাত পরবে না ও হাতে,
আমার কথা তুমি ভাববে না,
ভালবাসবে না।


নির্ঘুম, রাতজেগে দেখা সপ্তর্শি তারা,
রাতজাগাদের দলে থাকোক যে বা যারা,
তুমি আর রাত জাগবে না,
ভালবাসবে না।


কোন ক্লান্ত দুপুরবেলায়,
সেই প্রিয় গানের সুর আর তুলবেনা বেহালায়,
সে প্রিয়গান আর গাইবেনা,
তুমি পারবে না।


এ মায়ার বাধন ছেরে যেতে পারবেনা
আমায় ভূলে যেতে পারবে না।