সৃষ্টির চেতনা জাগুক সবার প্রানে,
শিল্পী জন্মায় যেন প্রতিটি মনে,
নতুন কোন কারুকার্য হোক সকলের চিন্তায়,
সৃষ্টির উন্মাদনায় হোক মত্ত সব তরুনের ভাবনায়,
মহাকাব্য চড়ুক সব শিরায়, শিরায়,
কাব্য মিশুক নবীনের উপশিরায়,
সব মনের দেয়াল ভরে উঠুক সৃষ্টির গানে গানে,
শিল্পের ছোয়া লাগুক সবার প্রানে,
সব তরুণের সময় কাটুক গেয়ে আর হেসে,
কবিতাকে ভালবেসে।


তবে সেদিন জানিস দুরে নয় আর,
সোনা ফলাবে প্রতিটা তরুন বাংলার,
গ্রন্হাগার হবে প্রতি মস্তিষ্ক, বিদ্যার সাগরে ভেসে,
কবিতাকে ভালবেসে।