লোকচহ্মু পান করে যায়, প্রেমিকার প্রেমশোধা,
লোকালয়ে মেটবেনা জানি,কোন প্রেমির হ্মোধা।


সমাজের সৃষ্ট সব অসামাজিকতা, তুমি আমি নিষ্প্রান,
তারচে বরং,শ্রবনকাব্যেই শুনি প্রেমের জয়গান।


অমানুষের ভীড়ে পারবেনা কেউ প্রানভরে হাসতে,
পারবেনা কোন প্রেমিকই প্রানভরে ভালবাসতে।


চল হারিয়ে যাই কোন নিরজনে,
রবেনা কোন কোলাহল,রব তুমি আমি দুজনে।


থাকলে থাক সাথে দু-চারজন,যারা হবে সত্যপ্রাণ,
আর গাইবনা যুগের গান।