মানবের বেশে, মানবের দেশে,
আমি মানবতারে করিব অস্বিকার!!
সে সাধ্য কি ভাই আছে আমার?
তবে যে প্রশ্নবিদ্ধ হবে স্বাধিকার।
মানবতার হবে হ্মুন্ন,
আজ লাভের খাতা নাহয় রয়ে গেল শুন্য,
করি মানবতারে স্বীকার,
চাইব এ সমাজ আর জাতির অধিকার।


চারিদিকে আজ শুধু হাহাকার,
বাতাস ভারী করে মায়ের চিৎকার,
বোনের মুখে শোক ভাই হারাবার,
গণতন্ত্র এ কোন রুপ দিল বাংলার!!
এ কোন কলঙ্ক দিল একে,
আমি মর্মাহত, নির্বাক মাগো তোমায় এ রুপে আজ দেখে।