কতো আষাঢ় শ্রাবণ এলো আর গেলো,
       কেউ খবর নিলো না।
এ বুকে কতোই আগুন জ্বলে নিভে গেলো,
        কেউ দেখলও না।
শুকনো পাতার মর্মরধ্বনিতে হৃদয়টা ভেঙেছি কতবার,
           কেউ শুনলও না।
অশ্রুত নয়নে খুজেছি মানবতাকে কতোনা পথে,
           কেউ বুঝলও না।
অথচ আজ,
       ধোয়া দেখে সবাই দৌড়ে এসেছে!!
          যে যার মতোকরে মজা লুটছে!!
             কেউ  অনুধাবন করল না,
কেউ কি জানিস এ ধোয়ায় কত জনার হৃদয়ে করেছে ক্ষত,
          তোরা সবাইতো মজা নিচ্ছিস বেহায়ার মতো,
               আসলে, বাঙ্গালীর মোট সংখ্যা যত,
                   নির্বোধ আর বেহায়ার সংখ্যাটা তত।