আঁখির জলে বুক ভাসিয়ে
কোন দরিয়ায় খোঁজছো সুখ
শ্বেত পাথরের পাষাণ দেবীর
হৃদয় ভরা মিথ্যা স্তোক।


অতল গহিন ঐ দুচোখে
সাজাও তোমার কল্পলোক
ছদ্মবেশীর এই বেদিতে
ঈর্ষা আগুন বিষ ঢালুক।



প্রিয়, তোমার আঁখির কোনে
আর জ্বেলনা সন্ধ্যা-দীপ
অন্তরীক্ষে আগুন চোখে
জাগায় প্রলয় তোমার টিপ।


প্রদীপ যেদিন পুড়বে নিজেই
আপন তেজের দীপ্তিতে
প্রলয় নৃত্যে সেদিন তোমার
ধ্বংস হবে সৃষ্টিতে-