ও আগুন-
তুমি বাতাস হয়ে বয়ে যাও, দখিনে
তুমি হৃদয় হতে ছড়িয়ে দাও, হৃদয় গহিনে
শুধু একটু উষ্ণতা!


ও সে কোন বাশির সুরে গেয়ে যায় বিহনে
ও আমায় কোকিল কেন ডেকে যায় কূজনে
ও আমার গুল-বাগ পুড়ে ছাই হল- দহনে


শুধুই একটি দিন! ও তুমি দগ্ধ হও আগুনে,
ওহ! তুমি আগুন;


১০
অনন্ত বর্ষায় সিক্ত তোমার হৃদয়
বসন্তের গানে সেদিন খোঁজে পেয়েছিল বিষাদ
গোলাপ বনে খোঁজে পেয়েছিল কাটা।


আমার দেয়া লাল চিঠিটা-
উড়ে গেল ঝড়ের তান্ডবে; বোশেখের আগেই,
শরৎ আসে, গ্রীষ্ম আসে- বর্ষা কাটেনা
মহা প্লাবনে ভেসে গেলাম আমি।


আজ, বহুদূর দেশে
কুড়িটি বসন্তের শেষে
শুষ্ক মরুদ্যানে জেগে উঠেছে দাবানল;
তোমার বৃষ্টির জল- জমানো আছে কি?