"" আবার ফিরে এলাম আমি উদাসীন বিক্ষিপ্ত সমুদ্রপৃষ্ঠে
যেখানে শান্ত জলধারার মতো কষ্ট বয়ে যায় নদী অববাহিকায়
আমার মৃত্যুদিনের পর হতে কখনোই আর সইতে হবে না এতো যন্ত্রনা।
পিতার কবরের পাশে শুয়ে থাকবো পাশাপাশি কখনো সইতে হবে না এতো যন্ত্রনা।  
আমার অতিরিক্ত ভালোবাসাময় হৃদয়ে বিদ্ধ হবে না অভিমানের কাঁটা,
শরীর এবং অঙ্গপ্রত্যঙ্গ মিশে যাবে  প্রলয়ে, অথচ আত্মা শুদ্ধ ও তীব্রতম কান্না হয়ে বিশ্রাম নেবে স্রস্টার বুকে।
এখন সবকিছুই ভঙ্গুর, বৃথাই আমি এক চোখ বুজে খুঁজে ফিরি আমার চারপাশে চেনা স্বদেশ,  
প্রতিটি পদক্ষেপের নিচে ছাই চাপা আগুন পথ আর সেই নিষ্টুর মুখ।
আকাশে কুয়াশা ছাড়া কিছু নেই, নিশব্দ জল ঢেকে দেয় গভীর শূন্যতায়।
এখন সবই কুহেলিকা, তবু আমি চারপাশে খুঁজে ফিরি জীবন ভিত আর সম্পর্কের রুপরেখা।
গাঢ় অন্ধকারই অবশেষ, এখানে দিগন্তের জন্য কিছু নেই,
সবকিছু মিলিত হয়েছে এক জলে, যে জল আমি অনুভব করি আমার চিবুক গড়ানো অশ্রুধারায়।
মৃত্যুর মতো ঘুম, বুকভরা নিশ্বাসেও আমাদের ভিতরে বধিরতম আশার সন্ধান বৃথাই এখন,
নিজের বাহিরে আমি কিছুই দেখিনা,
না আমার স্বপ্নে গড়া পৃথিবী না আমার অতিপ্রিয়  সেই মুখচ্ছবি।। ""