সবে মিলে বল জাতী গেল গেল,
গেল ডুবে রসাতলে।
কেন বুঝ নাকো তুমি কোথা থাক,
তুমি কি ডুবোনি সে জলে।
সবে মিলে আজ কর ভাল কাজ,
জাতীকে দিও নাকো গালি।
জাতী শুধু দিবে তুমি শুধু নিবে,
সেকি হবে নাকো খালি।
সে খালি হলে তুমি কি ছলে,
চাইবে তাঁহার কাছে।
চাও যদিও বা পাবে তুমি কিবা,
খালি করেছ যারে পাছে।
ভাবো কিছুক্ষণ কর এই পণ,
করিবেই ভাল কাজ।
তবেই তো জাতী বুকের ছাতি,
ফুলাইয়া ঘোচাবে লাজ।