অদেখা এক পরী আমার,
মনে করে ভীড়।
অজানা তার ভিতর বাহির,
অচেনা তার নীড়।
অধরা সে থাকে সদাই,
ধরা দিয়েও দেয় না।
স্বপনে খুব কাছে থাকে,
জেগে কাছে পাই না।
দূর থেকে সে দিচ্ছে সাড়া,
কাছে আসা মানা।
কাছে এলেই উড়ে যাবে,
মেলে দুটি ডানা।
তাইতো তাকে ইচ্ছে হলেও,
কাছে নাহি ডাকি।
কাছে এলেই হারিয়ে যাবে,
আমায় দিয়ে ফাঁকি।
এই ভয়ে তে কভূ কি তার,
দেখা নাহি পাব।
দেখা যদি না পাই তবে,
সত্যি মরে যাব।