হয়তো তোমায় ছুঁয়ে দিব বলে,
তুমি কোমল লজ্জাবতী হলে।
ছুঁইনি কভূ চুপসে যাবার ভয়ে,
থাকব না হয় দূরের মানুষ হয়ে।
হয়তো তোমার ঘ্রাণ নিতে চাই বুঝে,
তুমি গেলে রক্ত জবা সেজে।
ঘ্রাণ হীন তাই ঘ্রাণ নিতে যে মানা,
ঘ্রাণ নিতে তাই দেইনা তোমায় হানা।
হয়তো তুমি জেনে গেছ হতে পারি ভ্রমর,
ভ্রমর হয়ে মধু নিতে বসব তোমার উপর।
তাই বুঝি আজ সরুপ ছেড়ে সূর্যমুখী হয়ে,
ক্ষণেক্ষণে মুখ ফিরিয়ে দূরেই গেলে রয়ে।
অপূর্ণ তাই রয়ে গেল তোমায় ছুঁয়ার আশা,
একটুও কি ছুঁয়নি তোমায় আমার ভালোবাসা।