তোমার চোখের মাতাল চাহনিতে,
হারিয়ে গেছে হয়তো বহুজন।
হারিয়ে গেছ হয়তো তুমি নিজেও,
হয়ে গেছ কারো সুখের ক্ষণ।
ঠোঁটে তোমার বাঁকা চাঁদের হাসি,
দেখে সবাই জোছনা পেতে চায়।
জোছনা দিতে গিয়ে হয়তো তুমি,
দিয়ে দিলে তোমার পুরোটাই।
নাক টা তোমার গোলাপ ফুলের কলি,
অলিরা তাই করে সদাই ভীড়।
ভীড়ের মাঝে হয়তো কোন অলি,
বানিয়েছে তোমায় তাঁহার নীড়।