চেনাচেনা লাগছে তোমায় ভীষণ,
কোথায় যেন দেখেছিলাম কবে।
পরছেনা ছাঁই মনে আমার কিছুই,
হয়তোবা তা বহু বছর হবে।
অবাক হয়ে শুনলে আমার কথা,
বললে হেসে পাগল হলেন নাকি।
দেখা মোদের হয়নি কোথাও কভূ,
রাস্তা ছাড়েন কাজ রয়েছে বাকি।
আমায় খানিক পাশ কাটিয়ে কখন,
দ্রুতই তুমি মিলিয়ে গেলে দূরে।
হয়তোবা আর একটি বার ও তুমি,
আমার পানে তাকাও নি মুখ ফিরে।
ক' দিন বাদেই আবার হল দেখা,
অবাক চোখে তাকাই তোমার দিকে।
দেখি তোমার চাঁদের মতো হাসি,
আমায় দেখে হয়ে গেল ফিঁকে।
এবার তুমি নিজে থেকেই এসে,
বললে আমায় কেমন আছেন মশাই।
মাথাটা কি ঠিক হয়েছে কিছু,
নাকি আজও রয়েছে সেই বালাই।
তোমার থেকে চোখ ফিরিয়ে বলি,
দিব্যি আমি ভাল আছি বেশ।
কেমন আছ তুমি তোমার রাজ্যে,
বলবে কি গো কোথায় তোমার দেশ।
বললে তুমি দীর্ঘশ্বাস ছেড়ে,
আছি ভাল একাকিত্ব বয়ে।
নাম ঠিকানা বললে না তো কিছুই,
থাকতে কি চাও অপরিচিতা হয়ে।
এবার তুমি অট্টহাসি হেসে,
বললে আমায় জেনে কি লাভ হবে।
বলি আমি একটু রাগি গলায়,
নিজ কে আড়াল করতে কি চাও তবে।
হটাৎ করেই বাদ সেদে মোর কথায়,
বললে মশাই এবার তবে যাই।
নইলে পরে রাত্রি নেমে যাবে,
বাড়ি ফেরা হবে ভীষণ দায়।
আমি শুধুই দেখেছিলাম চেয়ে,
অবাক চোখে তোমার চলে যাওয়া।
ফিরে ফিরে তাকিয়েছিলে তুমি,
এইতো আমার অনেক বড় পাওয়া।
রাতে আমার ঘুম আসেনি চোখে,
তারেই মনে পড়ছিল বার বার।
এমনই কি নিদ্রাহীন এক নিশী,
কেটেছে আজ সেই অপরিচিতার।