জীবনে মোর শুক্লা পক্ষ চলে,
তবুও কেন আঁধার কালো নিশী।
পূর্ণিমা চাঁদ জোছনা ঢালার কথা,
কেন তবু এমন অমানিশী।
এমনিই কি গো চন্দ্রাবতী আজ,
মুখ লুকিয়ে থাকবে সারাক্ষণ।
জোছনা কি গো ঢালবে না আজ মোটে,
করবে না কি আলোক বরিষন।
ভরাট চাঁদের আলো গায়ে মেখে,
সাজবে ফুলে রজনী হাসনা-হেনা।
করছো কেন এমন লুকোচুরি,
শুক্লা পক্ষেও আসতে কিসের মানা।
তোমার তো আজ বিলিয়ে দেওয়ার ক্ষণ,
আড়াল হয়ে আছো কেন মিছে,
আঁধার করে রেখে আমার বাগান,
কেন আমায় কাঁদাতে চাও পাছে।
এমন করেই ভোর হয়ে যায় যদি,
শুক্লা পক্ষ ই হবে অকারন।
সূর্য যদিও ঢালবে অঢেল আলো,
সাজবে না তো হাসনা-হেনার বন।
ভোরের আলো দেখেই ঝরে যে ফুল,
সে ফুল কি গো ফুটে দিনের বেলা।
ও চাঁদ তুমি ভোরের আগেই আসো,
দেখে যাও মোর বাগিচার ফুল মেলা।