জীবন তরী চলছিল বেশ,
কেন হলে পাল।
পালের দেখা পেয়ে আমি,
ছেড়েছি মোর হাল।
ভেবেছিলাম পালে বুঝি,
লাগবে দক্ষিণ হাওয়া।
পালের টানেই চলবে তরী,
লাগবে না দাঁড় বাওয়া।
তাই দিয়েছি দাঁড়টা ফেলে,
পাল তো আমার আছে।
পালই আমায় পৌছে দিবে,
সুখের তীরের কাছে।
একটি বার ও ভাবিনি পাল,
ক্ষণিক পথের যাত্রী।
খানিক বাদেই চলে যাবে,
নামবে যখন রাত্রি।
হাল ছেড়েছি পাল কে পেয়ে,
পাল ও গেল ছেড়ে।
নিঃস্ব হয়ে ভাবছি এখন,
কেমনে যাব তীরে।
দুঃখের সাগর বড্ড বিশাল,
তীর পাওয়া খুব দায়।
তীরের দেখা চায় না হৃদয়,
পালের দেখা চায়।