আমার সাথে রাত জাগা হুতুম
                                   প্যাঁচাটি 
যে প্রতি প্রহরে খোলা জানালায় 
            এসে খোঁজ নিত
আমি জেগে আছি
                                       নাকি
                  ঘুমিয়ে পড়েছি ;
লিখছি , নাকি বসে আছি চুপচাপ ।

আজ ভোর আসন্ন প্রায় ।

প্রহরে প্রহরে চেয়ে থাকি
                       খোলা জানালায় ।

      কোথা গ্যালো সে ?

এখনো ক্যানো এলো না ?

সন্ধ্যা হতে বসে আছি আমি
                                মুখ গুঁজে ;
হারিয়ে গ্যাছে কবিতার শব্দেরা 
                    অজানায় ;
ফিরে গ্যাছে ছন্দেরাও 
                           আপন দেশে ।
     এ কি হল আমার ?

কার লাগি মোর , এ কাঙাল বেশ ?

চারদেয়ালের মাঝে আলো এসে 
                   পড়েছে , পূর্ণ চাঁদের ,
খোলা জানালাটি দিয়ে ;

সেই আলো , পাগল করতো 
যারা আমায়
                                    এতদিন ।

কিন্তু , 
         বিস্বাদ ক্যানো লাগছে আজ ?
         হরষ ক্যানো জাগছে না মনে ?

ক্যানো থমকে গ্যাছে দু'চোখ শুধুই
               নিষ্প্রাণ লৌহ দণ্ডের গায়ে ?

আঁধারের বক্ষ চিরে ছড়িয়ে পড়ছে 
                   ভোরের গন্ধ
                                      চারিদিক ।

এখনো মনের নিরুত্তর জানালায়
            নির্বাক দৃষ্টে চেয়ে আছে 
                                হুতুম প্যাঁচাটি !