তোমাকে ঘুমিয়ে পড়তে বলে
জেগে আছি আমি।


বিদায় নেয়াটা ভুল হয়ে গেছে।
সমস্ত জরুরী কাজ,
ক্লান্তির ঘুম,
সব দূরে সরিয়ে
এখন জেগে আছি আমি।


তোমার কথা ভাবার জন্য,
তোমার বলা শেষ কথাগুলো বোঝার জন্য,
তোমার দুঃখের সুরটা ধরার জন্য,
তাই জেগে আছি আমি।


কতটুকু ভালবাসি তোমায়?
কেন হয় এতো ব্যাথা তোমার জন্য?
কেন আমার সত্তা
আমার ইচ্ছে ছাড়িয়ে,
যুক্তি মাড়িয়ে,
তোমাকেই ভালবাসবে অবুঝের মতো?
এসব বুঝতে
পুরোপুরি জেগে আছি আমি।


বিদায় নেয়াটা সত্যি ভুল হয়ে গেছে,
অনেক বড় ভুল হয়ে গেছে।
রাত্রিটা যেন কত লম্বা!
তোমার কথাই পড়ছে মনে।
আরেকটিবার তোমার কথা শোনার জন্য
সমস্ত আত্মাটাকে সতর্ক রেখে
উৎকর্ন হয়ে জেগে আছি আমি।


এখন রাতটি চেপে ধরেছে আমাকে।
একাকী আমি রাতের নির্জনতায় অস্থির।
বুঝে গেছি কতটা ভালবাসি তোমাকে
বুঝে গেছি তোমাকে ছাড়া আমি কতটা অচল
বুঝতে সময় লেগেছে অনেকটা
ক্লান্ত নির্বোধের মতো তাই
রক্তাক্ত চোখে জেগে আছি আমি।


জেগে আছি আমি,
জেগে আছি তোমায় দেখবো বলে,
জেগে আছি অনন্ত কাল ধরে,
তোমার কন্ঠ শোনার অপেক্ষায়।
এখনও জেগে আছি আমি।...