একটু খানিক সবুজ ফোটা
কত যেন রুপ!
কী তার সৌন্দর্য!
কত আকাঙ্খিত!
ফুটতে দেখলে ভিতরের পরিবর্তনটুকু
দিব্যি বোঝা যায়।
বোঝা যায় হৃদয়ের নড়ে চড়ে ওঠা,
অদ্ভূত অনুভূতি।


সবুজ বিন্দু-
এর মানে- সে আছে।
কোথাও না কোথাও আছে,
সে আছেই।
হয়তো কাছে, হয়তো দূরে
সমস্ত মহা সিন্ধুগুলোর ওপারে কোথাও
জীবিত আছে সে।
চেয়ে আছে কোনো দিকে।
কোন দিকে?
নিশ্চিত নই।
হয়তো ...
যাই হোক চেয়েতো আছে।
বেঁচেও আছে- সুস্থও।
বুক ভরে ভালবাসার নিশ্চিন্ত অনুভূতি পেতে
এর থেকে ভালো আর কি প্রয়োজন?


সবুজ ফোটা,
আমি মুগ্ধ আমি ভালবাসি তোমায়।