হে তরুন,
আপন আলোয় চারিপাশ কর দীপ্ত
অন্যায় দেখে থেকো নাকো চুপ
দুর্দম্য তুমি স্বতেজে হয়ে উঠো ক্ষিপ্ত।


হে নবীন,
রেখো না তোমার দুর্বার বেগ তোমার মাঝে সুপ্ত
রক্তিক আভা ছড়ায়ে দাও আজি ধরায়
মুক্তির রঙে রাঙিয়ে দিয়ে দশ দিক কর আরক্ত।


হে সবুজ,
অবিচার দেখে রেখো না হস্ত আপনার মাঝে গুপ্ত
গর্জে তুলো ঢাল তলোয়ার কিংবা গ্রেনেড
যদি হয় হোক তবে এই ভুমি আজ রক্ত গঙ্গায় সিক্ত।

হে কান্ডারি,
আপন আলোয় আলোকিত হয়ে আঁধার কর লুপ্ত
থেকো নাকো আর জননীর কোলটি ঘেষে
মুক্তির নেশায় হও তবে এবার চরমপন্থায় আসক্ত।


হে তরুন, হে নবীন
দুর্বলের দল আছে চাহি আজি তোমার দিকে
হে সবুজ, হে কান্ডারি
সেই আশার আলো
দিও না তো হতে ফিকে।

এবার তবে জেগে উঠো তরুন প্রান
লক্ষ কন্ঠে গাহিয়া উঠো মুক্তির জয়গান,
মুছিয়া সকল মিথ্যা কিংবা ছলনার পিছু টান
উঠিয়া দাঁড়াও উন্নত হস্তে শিরদাঁড়া করিয়া সটান।