ধুলো উড়া রাস্তায় একলা পথিক
কিছু হাভাতে মানুষের অন্নালয়ে লোলুপ দৃষ্টি
কতক অস্থিসার শিশুর ক্রন্দন,
ঠিক পাশ দিয়েই ধুলো উড়াল মার্সেডিস


একই সমতলে দুটি প্রবাহ
কিন্তু কেউ কাউকে স্পর্শ করে না
হাত বাড়ালেই ছোঁয়া যায়
তবু যেন লক্ষ যোজন দূর।


থুড়থুড়ে বুড়িটা দন্তহীন চোয়ালে কিছু যেন বলছে
হাত বাড়িয়েছে কিছু পাওয়ার আশায়
আর তারা বলে"সর্‌। যতসব ভণ্ডের দল"
তবু তাঁর চোখে শুধু নিস্তব্ধ করুণ চাহনি
অভিযোগ নেই,নেই অনুযোগ
শুধু একটু প্রত্যাশা খাবারের।


অষ্টাদশী বালকের ময়লা হাতে থালা
ঠিক তার একটু উপরে
ফর্সা হাতে ও ঝকঝকে সাজানো ডালা
পার্থক্য শুধু চাহিদা আর যোগানে।
ঠিক এই নয় যে দেখা যায় না
সত্য হলো দেখা হয় না।