একটি এবং একটি বা এক জোড়া শালিক
সারা ধান ক্ষেত আর বেড়ে ওঠা কড়ই
উড়তো বা ক্লান্তিতে কখনো বসতো খানিক
অদ্ভুত আলোয় তাদের মিলত বড়ই


ডানা ঝাপড়ে নেয়ে নিয়েছিল বৃষ্টিতে
পাখা ঝাপড়ে শুকিয়ে নিল মিষ্টি রোদে
একজনা ভালবেসে কর্নকুহরে স্বপ্ন বাঁধে
হারানো হাসি খুজতো মায়া ভরা দৃষ্টিতে।


অগ্রহায়নে এলো নবান্ন
মাঠে এক নতুন ঝাঁক বাধলো বাস
বৃষ্টি শেষে রংধনু আঁকলো স্বচ্ছ আকাশ
রূপ লাবন্যে দিনটি হল অনন্য।


বেলা শেষে এলো এক নূতন রাতি
মৃদু পবনে আসলো ভেসে মল্লিকা সুবাস
কিন্তু যেন মিলিয়ে গেল প্রণয় আভাস
ভোরের আলোয় দেখল,শুন্য তার আপন সাথি।


এই দেখে গোলা দৃষ্টির বাউন্ডুলে বলত
গল্পটা ভালবাসারও হতে পারত।