ওগো চাঁদ দূরে দূরে যতই তুমি থাকো,
আমার কল্পলোকের নীলাচলে যতই ছবি আঁকো।
দেখবো আমি অন্ধের মতো,
জানি দেখা হবে নাকো।
আমি এক অন্ধ অভিমানী,
প্রকৃতির রূপ হারিয়েছি বাস্তব কাছে টানি।


বর্ষার দিনে মেঘ হয়ে যতই তুমি ভাসো,
বাতাসের সাথে ঝাপটা দিয়ে যতই কাছে আসো।
বদ্ধ ঘরে থাকবো লুকায়ে,
আমার দেখা পাবে নাকো।
আমি এক অন্ধ অভিমানী,
প্রকৃতির রূপ হারিয়েছি বাস্তব কাছে টানি।


শরতের সকাল যখন শিশির জমে ঘাসে,
যদি চাও হাঁটতে সেথায় আমায় নিয়ে পাশে।
বলবো আমি হারিয়ে আছি,
তোমার নীল আকাশের মাঝে।
শুধু বুকের ভেতর ঘন কুয়াশার মেঘ জমে আছে।
আমি এক অন্ধ অভিমানী,
প্রকৃতির রূপ হারিয়েছি বাস্তব কাছে টানি।


বসন্তের ফুল শোভায় কোকিলের ডাকে,
হৃদয় মাতল করা প্রকৃতি আবেগে।
থাকবো ডুবে হৃদয় তলে,
পারিপার্শ্বিক সবই ভুলে।
আমি এক অন্ধ অভিমানী,
প্রকৃতির রূপ হারিয়েছি বাস্তব কাছে টানি।


কত ঋতু  আসে যায়,..প্রকৃতির মুগ্ধতায়,
বাস্তবতার ছলনায়,..মিছে পিছে মরীচিকায়।
পরিশেষ.. ক্লান্তিময় নিশিতে, এই জীবন পিষিতে!
পারিনি কো ছুঁতে, হৃদয় অনুভূতিতে!