বৈকালী কোন কুয়াশার মত বৃষ্টিতে
পুরোনো হুইসেল দেয়া ট্রেন;
কফির চুমুকের মত শান্তিতে ভিজে
বেয়ে চলে পাহাড়ের গা।


যদি একই রুম নম্বর থাকে লেখা
দুজনারই টিকিটে;
জানালার পাশে আচমকা দুটো দেহ
তোমার ও আমার,
যদি এভাবেই হয় বেহিসাবী সময়ের পর
অনাকাঙ্ক্ষিত দেখা।


সেদিন ও কি জমবে চোখের জল?
লেকচার থিয়েটারে শিশিরে ঘাসের মতন ?
সেদিন মুখ ফুটে বলতেই পারি ক্ষোভে
‘‘তবে কেনো ভালোবাসতে অমন’’।