তুৃমি আমার তৃপ্তির নি:শ্বাস
দাবদাহ দুপুরের ভাসা মেঘ
দুরের নীলিমার অভিমানী।


গোধুলী সন্ধ্যার লাল আভায় আলোকিত
দেখেছি তোমাকে আমি; সেদিন স্রোতোবহা নদীর পাশে।
মেয়েলী ঘ্রাণ  পেয়েছি তোমার নিঃশ্বাসে নিঃশ্নাসে!
                                                  ভাটিয়ালী স্রোতে;
অভূতপূর্ব  এক পৃথিবী  আমার তুমি
হারিয়েছি আমি আজ অকৃত্রিম মায়ার বন্ধনে....
শত-সহস্র পুষ্পের মাঝে হৃদয় মাতানো একটি তুমি!
                                        আমার রুদ্রস্রোতে
                                        মিলেমিশে  একাকার;
তুমি বইছো হাওয়া প্রফুল্লচিত্তে আমার হৃদয় কাননে
উপমার উপমা তুমি প্রেয়সী আমার নশ্বর ভুবনে!!