সেদিন কথা রাখেনি করেছে হতাশা
ভেঙে চুরমার করে দিয়েছে সেই আশা।
স্তব্দ করে চারিদিকে ছুটে চলেছে একা
রাত্রির অন্ধকার ভেদ করে রাস্তা করেছে ফাঁকা।
রাশভারী শব্দে ছড়িয়েছে না ফেরার কথা
দুরে কোথাও হারিয়েছে নিজের ব্যথা।


আশা, সেদিন কথা রাখেনি।


মরিচিকার মমতায় নিজেকে সাজিয়ে
ছুটে চলেছে শোকের গান বাজিয়ে
ছোট-বড় যানবাহন পাশ কাটিয়ে
শ্বাশত জীবনে, সবাইকে ছারিয়ে;
                         অনন্ত জীবনের কাছে
                          পৃথিবীর মায়া যে মিছে।
আশার অপেক্ষায় পথ চেয়ে সবাই
নির্ঘুম রাত্রি কেটে যায় কখন দিবে বিদায়।
আশা, তুমি নিষ্ঠুর, তুমি নামেই আশা
সবসময় শোকের শব্দে বেদনার সমুদ্রে ভাসা।
                            
কষ্টের খেয়া হয়ে প্রতিদিন ছুটে চলো
তুমিও কি কষ্ট পাও? একটু বলো।
আশা, সেদিন রাত্রি একটায় সেই যে চলে গেলে......
এখনও আসেনি ফিরে;


আশা, সেদিন কথা রাখেনি।