খানকি কথন  করে যে যতন
মানিক-রতন ভেবে
আজ তার বিয়ে।


যমুনার তীর ঘেষে যে জনপদ
তাকে সাক্ষী রেখে,
উত্তরী-হাওয়ায় উড়িয়েছে পাল
নতূন মাঝি পুরাতন খালে।
পথে পথে পথিকের বুলি
নাদুসনুদুস করে চলি
প্রথম চুম্বন ভুলি; এই প্রতিদান
খানকি কথন করে যে যতন সেই বেইমান।


দু'হাত প্রসারিত করে
আগলে রাখে শত প্রেমিকের মন
সময়ের ব্যবধান রেখে
সুযোগ বুঝে করে সে যতন।


আজ তার বিয়ে।