সকালে যখন আমি
নোয়াই আভূমি মাথা
মহা দেবতার পায়,
ভাবি আমি যদি এক দ্বিজ দীন দাস হই
হঠাৎ ভক্তির স্পর্শে মন শুদ্ধ হয়।


যখন মধ্যাহ্নে আমি
ছোটোদের ইস্কুলে পড়াই
ভাবি যদি আমি এক চাষি হই
সম্মুখে ক্ষেত - অপ্রস্তুত
করি কৃষিকাজ- স্নেহে - খাতায় কলমে;
কচি মনগুলি ক্রমে সবুজ নধর হয়ে ওঠে।


বিকেলে যখন আমি পড়ি
মানুষের মুখ- বই- ধূসর ইতিহাস,
লাইব্রেরির বারান্দা ছুঁয়ে
মিশে যায় হাজার শ্বাস আমার
শরীরের ঘামে আর প্রবাহিত বায়ুতে
ভাবি যদি আমি এক তেমন শ্রমিক হতে পারি –
ক্লান্তিহীন সেবক দেশের;
যত্নে পাহাড়ী অক্ষরগুলিকে আমি মাথায় ওঠাই।


সন্ধ্যায় যখন আমি  
লিখি পদ্য গপ্পো লিপি
ভাবি আমি -
এক শীল শিল্পী যদি হই
আবেগে আশ্লেষে তোমার শব্দ রঙ রূপ
আনন্দে নাচিয়ে দিয়ে যায়।


গভীর রাতে যখন
স্বপ্নের ঝুরি নামে বালিশে আমার
ভাবি আমি-
যদি আমিও অমন স্বপ্ন হতে পারি
সবার চোখে সবার মনে
তবে সত্যি সোনা হব।


।।  ।।  ।।  ।।  ।।