হ্যাঁ হ্যাঁ - নন্দিনীর গ্রাম –
নন্দিনীর  পাড়া
তার জন্মস্থান,
আপনাদের মনে আছেতো?
গত শতাব্দীর রবীন্দ্রনাথ যার স্রষ্টা


সেই গ্রামেরই মেয়ে যক্ষপুরীতে এনেছিল
প্রকৃতির  উদারতা
আর সব থেকে বড় এই খবর-
জালের আড়ালে বানানো রাজাকে
সে মানুষ করেছিল-
তার মনকে করেছিল অপ্রমাদ
যক্ষপুরীতে তাই এসেছিল
অনেক আলো-
সত্য - স্বাধীনতা - গণতন্ত্র


এ নন্দিনীর গর্ব
এ ঈশানী পাড়ার গর্ব
এ নন্দিনীর স্রষ্টার গর্ব।


কিন্তু সর্দার ফৌজের দলতো
এসব কিছুই ভালো ভাবে নেয়নি
তাদের আদর্শ যে বিদেশী!
বিদেশে কি তাদের কালো ধন রয়ে‍ছে ?
রয়েছে কি অজস্র ঠেক?


আসলে তারাতো হারতে হারতেও হারেনি
ক্ষমতার মোহ তাদের ছিল অসীম
না, শুধু ক্ষমতার  মোহ নয়-
আসলে অর্থ মোহ,
হঠাৎ জার্সি বদলে তারাই আবার মধু লুঠছে
শুরু হয়েছে - 'প্ল্যান টু'
রক্ত করবী পার্ট টু তে তারা যদি গোটা ঈশানী পাড়াটাকে গ্রাস করে
দুষ্কৃতি তৈরির কারখানা খোলে
একা নন্দিন কী করবে?


।।   ।।   ।।   ।।   ।।