চোর ক্ষোভে কয়
হবে মহা কর্ত্রী,
যদি তা না হয়
হবে মহা সান্ত্রী,
তা যদি না হয়
হবে ষড়যন্ত্রী।


মিথ্যের আধারে
তুষ্ট রন যিনি,
চৌর্যের বাহারে
কথা পান তিনি,
ছলে কল করে
মুখে দেন চিনি।


দুনিয়ার জোচ্চোর-
মুখে গোল সোর
মিশে এক হও
জোটে সেফ রও।
আধা শুধু দাও
সম আধা পাও।


ছোঁবে না কেউ
ডাকবে না ফেউ।
এলে ভালো হবে
পদক তো পাবে।
মদ্যের ফোয়ারা
পাবে মাসোহারা।


গুন্ডা বদমাশ
মিথ্যে ফরমাশ।
সব কেনা যাবে
সব সত্যি হবে।
নদী তো বহতা
চাই সে ক্ষমতা।


।।  ।।  ।।  ।।  ।।