নিত্য সত্য ধর্ম হীন,       কখনো কু আখাম্বা ভাষণ,
সদাই বিবেকবিহীন        নিন্দিত তামস  খ্যাঁটন।


মুখোশের আড়ালে         তাদের কী ভীষণ মূর্তি,
নেশা-খিস্তিতেই করে      তারা হররোজ ফুর্তি ।


গণভোটে যেই দল         বাজি জিতে আসে,
অমনি দাঁড়ায় সত্বর        নব ঝান্ডা পাশে।'


হুম্বি তুম্বি আস্ফালনে       এরা মহা সেরা,
শত অন্যায় করেও         তারা নাদেয় ধরা ।


তোয়াজে তোষণে         এরা সদা সুগন্ধ মাখে,
লোভে স্বার্থে হিংসার      রাজনীতি চালু রাখে।


বড় বড় নেতাকে তারা        রসে  বশে  রাখে                                            
   ভবিষ্যৎ সময়ের বীজ        সব এদের কাঁখে।


সৎ মানুষের চোখে           আজ যে অতি বর্বর,
নেতাদের কাছে সে          সম্পদ আজ মাতব্বর।


এমন দিনকাল সদা         ফলে পাকে ঝরে ওড়ে,
জল মাটি বাতাসেরা        শুধু মুখ ভার করে।


।।  ।।  ।।  ।।  ।।