দেখতে আলুর মতই ডিম্বাকার বা গোল,
ঝোলে ঝালে যেতে চায় ধরে মহাভোল।
অন্তর  কটু পচন রসে দুর্গন্ধ অপার,
বস্তায় যায়না বোঝা গোপন ব্যাপার।
ভালো আলু দেখে তার মনে জাগে হিংসা,
কীভাবে পচাবে তাকে ভাবে হীন ভাষা।
দলে দাদা হতে চেয়ে সে প্রভুত্ব জাগায়,
লোভে মোহে নিজে শেষে সত্য হারায় ।


‘স্পর্শ দাও, মান রাখো’ বলি সে সঙ্গ যাচে,
যেই তার লাগে ছোঁয়া ভালো আলু পচে।
তবু পাশে কাছে সব আলু উৎসাহে উন্মত্ত,
নষ্ট  হলে তারা সব, পচু হয় বিগলিত চিত্ত।
তবু জানে কি সে - কি ছিল- কি হল ক্ষতি?
গোটা বস্তা প'চে গ'লে শেষে সব হল ইতি।


।।  ।।  ।।  ।।  ।।